ডা. নিজাম জাহিদের মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটির শোক
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ৬:৩৮:১৬ অপরাহ্ন
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. রনজিত কুমার দে এনইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. এসকে নিজাম জাহিদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সোমবার এক শোকবার্তায় এনইইউবি চেয়ারম্যান ও ভাইস চ্যান্সেলর বলেন, মরহুম ডা. নিজাম জাহিদ একজন খ্যাতিমান চিকিৎসক ও সজ্জন-সমাজহিতৈষী ব্যাক্তি ছিলেন। ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবে নর্থ ইস্ট ইউনিভার্সিটি ডাক্তার জাহিদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি একজন শুভাকাঙ্খীকে হারালো। তিনি সবসময় আর্তমানবতার কল্যাণে কাজ করে গেছেন বলে শোক বার্তায় উল্লেখ করা হয়।
প্রসঙ্গত: প্রফেসর ডা. এসকে নিজাম জাহিদ হোসেন গত রোববার সকাল ৭টায় সিলেট নগরীর দরগাহ গেইট এলাকার নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। রোববার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (র.) এর প্রাঙ্গনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি