দুর্নীতি মুক্তকরণ ফোরামের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ৬:৫৫:৩৩ অপরাহ্ন
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভা সোমবার সন্ধ্যা ৬টায় নগরীর কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের ৩য় তলাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট এর সভাপতিত্বে সভায় দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং আগামী ২০ মে মঙ্গলবার বেলা ১২টায় সরকারী কর্মচারী আইন সংশোধিত প্রস্তাবে প্রথম শ্রেণীর যেসব কর্মকর্তা হিসাব দাখিলে ব্যর্থ তাদেরকে সংশোধনী আইনে অন্তর্ভূক্ত করার দাবিসহ কয়েকটি দাবিতে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা অধ্যক্ষ ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য্য, কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব, জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, সিনিয়র নেতা সরোজ ভট্টাচার্য্য, সমাজসেবী আব্দুল গফুর, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক ও ফোরামের কেন্দ্রীয় সদস্য মো. লায়েক মিয়া, অরুণ দেবনাথ এডভোকেট, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ বিলাস, আফছারুজ্জামান আফছর, যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি