নার্সিং পেশার উন্নয়ন ছাড়া স্বাস্থ্যখাতের উন্নয়ন সম্ভব নয় : ডা. কায়সার
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ৬:৫৭:২০ অপরাহ্ন
‘আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, নার্সিং পেশার উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট উইমেন্স নার্সিং কলেজে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নার্সেস দিবস। এ উপলক্ষে সোমবার দুপুরে কলেজে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হলি সিলেট হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার। বিশেষ অতিথি ছিলেন হলি সিলেট হোল্ডিংস লিমিটেডের ব্যস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. ওয়েস আহমদ চৌধুরী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. জি এম মনিরুল ইসলাম এবং সিলেট উইমেন্স নার্সিং কলেজের অধ্যক্ষ ফয়সল আহমদ চৌধুরী। আলোচনা সভায় প্রধান অতিথি অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার বলেন নার্সিং পেশা শুধু পেশা নয় মানবসেবা এবং নার্সিং পেশার উন্নয়ন ছাড়া স্বাস্থ্যখাতের উন্নয়ন সম্ভব নয়।
ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. ওয়েস আহমদ চৌধুরী বলেন, বর্তমানে নার্সিং পেশা দেশ বিদেশে চাহিদা বাড়ছে, যার মাধ্যমে একজন নার্স নিজের, তার পরিবারের এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করে।
হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. জি এম মনিরুল ইসলাম বলেন, স্বাস্থ্যসেবা প্রদানে নার্স হচ্ছে একক ও সর্ববৃহৎ পেশা। দক্ষ নার্সদের গুরুত্ব অপরিহার্য। নার্সিং পেশার মাধ্যমে একজন নার্স সমাজ ও দেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সিলেট উইমেন্স নার্সিং কলেজের অধ্যক্ষ ফয়সল আহমদ চৌধুরী বলেন, আমাদের সিলেট উইমেন্স নার্সিং কলেজের লেখাপড়ার মান উন্নত যার মাধ্যমে একজন নার্সিং শিক্ষার্থী দক্ষ নার্স হিসেবে গড়ে উঠে। নার্সিং পেশা একটি উত্তম পেশা যার মাধ্যমে পেশার পাশাপাশি মানবসেবা ও করা যায়। বিজ্ঞপ্তি