কার্টআপের ‘মে ম্যাডনেস’ ক্যাম্পেইন শুরু
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ৭:১২:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপের্টাার : ইউএস-বাংলা গ্রুপের জনপ্রিয় ই-কমার্স প্লাটফর্ম কার্টআপ লিমিটেডের ‘মে ম্যাডনেস’ ক্যাম্পেইন সোমবার (১২ মে) থেকে শুরু হয়েছে। আগামী ১৮ মে পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। ইউএস-বাংলা গ্রুপের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের অনলাইন শপিং জগতে কার্টআপ লিমিটেড ইতিমধ্যে ক্রেতাদের মনে আস্থার জায়গা করে নিয়েছে। অন্যান্য সকল অনলাইন মার্কেটপ্লেসের চেয়ে কার্টআপ দিচ্ছে তুলনামূলক সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্য পণ্য ও দ্রুততম সময়ে ডেলিভারি। ‘মে ম্যাডনেস’ ক্যাম্পেইনে কার্টআপ ক্রেতারা দেশের যেকোনো প্রান্ত থেকে পছন্দের সকল ধরণের কেনাকাটা করতে পারবে খুব সহজেই। ফ্যাশন ও লাইফস্টাইল, ইলেকট্রনিক্স, স্বাস্থ্য ও সৌন্দর্য এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীসহ অন্যান্য বিভিন্ন ক্যাটাগরির পণ্য পাওয়া যাবে এই মেগা ক্যাম্পেইনে।
ক্রেতাদের কেনাকাটায় ভিন্নমাত্রা যোগ করতে পুরো ক্যাম্পেইনে সপ্তাহ জুড়ে কার্টআপ দিচ্ছে ফ্রী ডেলিভারি, টপ ডিল, সারপ্রাইজ বক্স, ব্র্যান্ড ফ্ল্যাশ সেল, ১৫ টাকার ডিল, আর্লি বার্ড ভাউচার ও সারপ্রাইজ ভাউচার ইত্যাদি।
কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ আরেফিন বলেন, বাজারের সেরা দামে গ্রাহকের কাছে মানসম্মত পণ্য পৌঁছে দেয়া কার্টআপের মূল লক্ষ্য। ক্যাম্পেইনের মাধ্যমে সবাই যেন সহজে ও নিশ্চিন্তে সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করতে পারেন, সেটা নিশ্চিত করা হবে।
ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোঃ কামরুল ইসলাম বলেন, এপেক্স, বাটা, এমজেএল বাংলাদেশ পিএলসি, লোটো, ন্যাচার কেয়ার, কিউ কসমেটিক্স ও স্কিন ক্যাফেসহ দেশের জনপ্রিয় সব ব্র্যান্ড থাকছে এই ক্যাম্পেইনে। নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা বিশেষ ডিসকাউন্ট পাবেন। বিকাশ গ্রাহকরা উপভোগ করতে পারবেন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।