বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়ল
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ৭:১৯:১২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার (১২ মে) কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত চিকিৎসা খরচ পাঠানো যাবে বিদেশে। কারও চিকিৎসার প্রয়োজনে আরও বেশি ডলারের পাঠাতে হলে সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। আগে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া ব্যাংকগুলো ১০ হাজার মার্কিন ডলার পাঠাতে পারত। এই সীমা আরও ৫ হাজার ডলার বাড়ানো হলো। এতে আরও বলা হয়, হাসপাতালের নামে কিংবা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে ১৫ হাজার ডলার বৈদেশিক মুদ্রা ছাড় করা যাবে। এই সীমার মধ্যে গ্রাহকেরা চাইলে ৫ হাজার ডলার নগদ ছাড় করতে পারবে।