ডা. ইশমাম আহমদের এমআরসিপি ডিগ্রি লাভ
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ৭:২২:৫৬ অপরাহ্ন
সিলেট নগরীর কাজলশাহ এলাকার বাসিন্দা ডা. ইশমাম আহমদ যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ফিজিশিয়ানস থেকে এমআরসিপি ডিগ্রি অর্জন করেছেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে গমন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহমদ কবীরের জ্যেষ্ঠ সন্তান ডা. ইশমাম আহমদ। সেখান থেকে সম্প্রতি কৃতিত্বের সঙ্গে তিনি এই ডিগ্রি অর্জন করেন । তার পৈত্রিক নিবাস দক্ষিণ সুরমার মোল্লারগাও ইউনিয়নের লতিপুর গ্রামে। বর্তমানে তিনি এফসিপিএস পার্ট-২ প্রশিক্ষণার্থী। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী। বিজ্ঞপ্তি