বড়লেখায় স্কুলশিক্ষকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ৭:৩৭:১৬ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু যুবসমাজ, গোষ্ঠী, দম্পতি ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে একাধিক আপত্তিকর ও অশ্লীল পোষ্টের মাধ্যমে মান-সম্মানহানির ঘটনায় মুছেগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুদর্শন দে’র বিরুদ্ধে সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা হয়েছে।
৭ মে সাইবার নিরাপত্তা আইনে মামলাটি করেছেন ভুক্তভোগিদের পক্ষে উপজেলার নিজ দক্ষিণভাগ গ্রামের নিখিল দেবের ছেলে আকাশ দেব। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে মৌলভীবাজার ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ৫ এপ্রিল উপজেলার নিজ দক্ষিণভাগ গ্রামে সার্বজনিন দেবস্থলির আশপাশ এলাকার হিন্দু সম্প্রদায়ের চড়ক পূজা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে গিয়ে মুছেগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুদর্শন দে মন্দির পরিচালনা কমিটির ভলান্টিয়ারদের সাথে শিষ্টাচার বহির্ভুত আচরণ করেন। প্রতিবাদ করায় এর পর থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্দির কমিটি, হিন্দু যুবসমাজ, হিন্দু দম্পতি, ভলান্টিয়ারদের জড়িয়ে অশ্লীল, বিদ্বেষপূর্ণ মন্তব্য ধারাবাহিকভাবে প্রচার করে মানসম্মান ক্ষুন্ন করেন।
বাদিপক্ষের আইনজীবি সিলেট জজকোর্টের সিনিয়র উকিল অ্যাডভোকেট সজিব কান্তি দেব জানান, মামলার প্রেক্ষিতে আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে মৌলভীবাজার ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন।