জাফলংয়ে পানিতে ডুবে শ্রমিকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ৭:৩৫:৫৮ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে বালু উত্তোলন করতে গিয়ে পানিতে ডুবে রজব আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮ টায় পিয়াইন নদীতে বালু তুলতে গিয়ে শ্রমিক রজব আলী ডুবে যান। অনেক খোঁজাখুঁজির পর সকাল সাড়ে ১০ টার দিকে জাফলংয়ের নয়াবস্তি এলাকায় পিয়াইন নদী থেকে শ্রমিকরা তার মরদেহ উদ্ধার করে।
নিহত রজব আলী (৪০) উপজেলার মধ্যে জাফলং ইউনিয়নের বড়বন্দ হাওর গ্রামের রহমত উল্লাহর ছেলে। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমদ সাংবাদিকদের জানান, জাফলং পিয়াইন নদীতে বালু তুলতে গিয়ে পানিতে ডুবে রজব আলী নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।