শাবিতে কুরআন দিবসে শিবিরের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ৭:৫২:০৪ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন আবাসিক এলাকার একটি মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক সিদ্দিক আহমদ।
এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ভাইদের কুরআনকে গবেষণায় মনোনিবেশ করা প্রয়োজন। কুরআনকে গবেষণা করে সমাজের জন্য উত্তম কিছু দেওয়া হোক কুরআন দিবসের প্রতিপাদ্য বিষয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি শাখার সভাপতি তারেক মনোয়ার। তিনি বলেন, ১৯৮৫ সালে যেমন ভারতে কুরআনকে নিয়ে ষড়যন্ত্র হলো, এখনো সেই ষড়যন্ত্র চলমান। কুরআনকে নিয়ে যেকোনো ষড়যন্ত্র হলে আমরা শহীদ শীষ মুহাম্মদের মতো জীবন দিতে প্রস্তুত। আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।