এমসি কলেজে সরকারি কলেজসমূহের অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রীতি সম্মিলন
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ৭:৫৩:৪৯ অপরাহ্ন
সরকারি কলেজসমূহের অবসরপ্রাপ্ত শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সিলেটের এমসি কলেজের শিক্ষাবিদ সম্মেলনকক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষা ক্যাডার ফোরাম সিলেটের উদ্যোগে এই সম্মিলন অনুষ্ঠিত হয়। এতে ফোরামের অর্ধশতাধিক শিক্ষকের এক মিলনমেলা ঘটে।
এমসি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর মো. অহিদুর রবের সঞ্চালনায় ও প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন এমসি কলেজের অবসরপ্রাপ্ত প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শ্রীনিবাস দে, প্রফেসর তপন কান্তি ধর, প্রফেসর রতীশ চন্দ্র দাস তালুকদার, প্রফেসর হৃষিকেশ ধর, প্রফেসর আহমেদ হোসেন, প্রফেসর ননী গোপাল দাশ, প্রফেসর পরিমল দেব, প্রফেসর সুধাংশু শেখর তালুকদার এবং এমসি কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষা ক্যাডার ফোরামের মাধ্যমে অবসরে থাকা সকল শিক্ষকরা এক জায়গায় একত্রিত হতে পারেন। এর মাধ্যমে সকলের মধ্যে দেখা-সাক্ষাৎ হয়। অনেকে অবসরে থেকে একাকিত্বে ভুগেন। এই দেখা-সাক্ষাতের মাধ্যমে পূর্বের দিনগুলোতে ফিরে যাওয়া যায়। বিজ্ঞপ্তি