সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু বুধবার
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ৮:১৬:০৯ অপরাহ্ন
সকল প্রস্তুতি সম্পন্ন : সংবাদ সম্মেলনে হাব
♦ ১ম ফ্লাইট যাবে মদিনা, বাকী ৪ ফ্লাইট জেদ্দা ♦ ৫ ফ্লাইটে সিলেট টু সৌদী যাবেন ২০৯০ জন
স্টাফ রিপোর্টার : সিলেট থেকে শুরু হতে যাচ্ছে চলতি মওসুমের সরাসরি হজ ফ্লাইট। বুধবার (১৪ মে) বিকাল সাড়ে ৫টায় ৪১৮ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের বিজি-২৩৭ ফ্লাইট মদিনার উদ্দেশে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। ১ম ফ্লাইট শুরু উপলক্ষে বিকেল সাড়ে ৩টায় বিমানবন্দরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুন নাসের খান। এছাড়া এই অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধীজন, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ও বিমাবন্দরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।
এদিকে সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট চালু উপলক্ষে হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেট অঞ্চলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সোমবার বিকেল ৩টায় হাব অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হজের প্রস্তুতি ও হাবের কার্যক্রম তুলে ধরা হয়। এতে হাব নেতৃবৃন্দ ছাড়াও সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
হাব সিলেট অঞ্চল সেক্রেটারী আব্দুল কাদিরের পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন হাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান আব্দুল হক।লিখিত বক্তব্যে তিনি বলেন, এবার ৪১৮ জন হজযাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বে প্রথম ফ্লাইট। গতবারের ন্যায় এবারও সিলেট থেকে ৫টি হজ ফ্লাইট পরিচালিত হবে। এ বছর সিলেটের হজযাত্রী হচ্ছেন ২ হাজার ৬৭৫ জন। এর মধ্যে ৫টি ফ্লাইটে সিলেট এয়ারপোর্ট থেকে যাবেন ২ হাজার ৯০ জন। বাকি ৫৮৫ জন যাবেন ঢাকা এয়ারপোর্ট থেকে। এবারো যাত্রীদের দুই দেশের ইমিগ্রেশন হবে ঢাকাতে। তবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গমনকারী যাত্রীদের সৌদি আরবের আগমনী ইমিগ্রেশন সৌদি আরবেই সম্পন্ন হবে।
আব্দুল হক বলেন- ১৪ মে’র পরে সিলেট থেকে বাকি ফ্লাইটগুলো যাবে ২৩, ২৫, ২৬ ও ২৯ মে। এ ৪টি ফ্লাইট সিলেট টু জেদ্দা রুটে পরিচালিত হবে। প্রথমটি হবে সিলেট টু মদিনা।
এবারের হজ কোটা ব্যবস্থাপনায় এজেন্সিপ্রতি এক হাজার হজযাত্রী বেঁধে দেয়ায় কিছুটা সমস্যার সম্মূখীন হলেও তেমন বেগ পেতে হয়নি। সিলেট অঞ্চলে ধর্মমন্ত্রণালয় অনুমোদিত ৩০টি হজ এজেন্সি থাকলেও ২১টি এজেন্সি হাজি নিবন্ধন কার্যক্রম পরিচালনা করেছে। সিলেট থেকে সরকারিভাবে নিবন্ধনকারী হজযাত্রী হচ্ছেন ৩৩ জন।
এবছর সিলেটের যেসব এজেন্সী হজ্জ যাত্রী রেজিষ্ট্রেশন করেছেন সেগুলো হলো- আকাবা ট্রেডিং কর্পোরেশন ৭৬ জন, আল মনসুর এয়ার সার্ভিস ১০২ জন, যাত্রীক ট্রাভেলস ৭ জন, সিপার এয়ার সার্ভিস ১০০ জন, সিটি ওভারসীজ ১৫৯ জন, এলাইট ট্রাভেলস ২৩৫ জন, আলফা ট্রাভেলস ইন্টা: ৩১ জন, লতিফ ট্রাভেলস ৫৪৫ জন, শিপলু ওভারসীজ ২১ জন, খাজা এয়ার লাইনার ১৬৭ জন, ট্রাভেলন এয়ার সার্ভিসেস ১০৭ জন, আল ইহসান ট্রাভেলস ১৫৬ জন, আবাবিল এয়ার সার্ভিস ৫০ জন, আল শরীফাইন ট্রাভেলস এন্ড ট্যুরস ১৩৯ জন, ডিসকভারি সিলেট ট্রাভেলস এন্ড ট্যুরস ৯ জন, ইক্বরা ট্রাভেলস এন্ড ট্যুরস ১৭৫ জন, সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস ২১৫ জন, তাশফিক ট্রাভেলস ৪৬ জন, নিবরাস ইন্টারন্যাশনাল ৭৭ জন, রাব্বানী ওভারসীজ এভিয়েশন ১৭০ জন, সানশাইন ট্রাভেলস ৮৬ জন হজ যাত্রীর রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে। এছাড়া সিলেট থেকে এবার সরকারিভাবে নিবন্ধনকারী হজযাত্রী হচ্ছেন ৩৩ জন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সংগঠনের সাবেক সভাপতি আতাউর রহমান, খন্দকার সিপার আহমদ, মোতাহার হোসেন বাবুল ও জহিরুল কবির চৌধুরী, আটাব সিলেট অঞ্চলের সভাপতি জিয়াউর রহমান খান রেজওয়ান, ‘হাব’ সিলেট অঞ্চলের ভাইস চেয়ারম্যান মশহুদ আহমদ, সাবেক সেক্রেটারি গিয়াস উদ্দিন আহমদ, সদস্য নাজিব বিন মনসুর ও মো. আলী।
বিমান বাংলাদেশ সূত্রে জানা গেছে, ১৪ মে উদ্বোধনী দিনে বিকেল সাড়ে ৫টায় ১ম ফ্লাইট সিলেট ছেড়ে যাবে। এরপর বাকী চারটি হজ ফ্লাইটের শিডিউল হচ্ছে-আগামী ২৩ মে বিকেল ৫টা ২৫ মিনিটে, ২৫ মে বেলা ১টা ১৫ মিনিটে, ২৬ মে বিকেল ৪টা ৪৫ মিনিটে ও ২৯ মে বিকেল ৪টা ৪৫ মিনিট। এসব ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, হজযাত্রীদের মধ্যে সরকারি মাধ্যমে ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন্য এবার হজে যাবেন। হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজের আগে ১১৮টি এবং হজের পরে ১০৯টি ফ্লাইট পরিচালনা করবে। হাজীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আসবে ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট আসবে ১০ জুলাই।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ দৈনিক জালালাবাদকে বলেন, সিলেট থেকে হজযাত্রীদের হজ যাত্রা সহজ ও সুন্দর করতে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অতীতের মতো এবারও হজ যাত্রীদের প্রয়োজন সকল ব্যবস্থা নেয়া হয়েছে।
বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার জানান, হজ ফ্লাইট উদ্বোধন উপলক্ষে বুধবার বিকেল সাড়ে ৩টায় বিমানবন্দরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুন নাসের খান। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, বিমানবন্দরের উর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।