সিলেটে বৃষ্টিতে স্বস্তি, বজ্রবৃষ্টির পূর্বাভাস, নিম্নচাপের শঙ্কা
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ৯:৩৪:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: আগেরদিন তীব্রগরমে জনজীবনে হপিত্যেশ থাকলেও সোমবার দিনভর বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে এসেছে। রোববার দিবাগত রাত থেকেই তাপমাত্রা কমতে শুরু করে।
মধ্যরাত থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলে নামতে থাকে তাপমাত্রার পারদ। ভোর থেকে বাড়তে থাকে বৃষ্টি। সকালের দিকে বজ্রসহ ভারী বৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণ কমলেও বিকেল পর্যন্ত প্রায় সারাদিন থেমে থেমে বৃষ্টি অব্যহত ছিল। আগামী ২দিন বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে। এছাড়া নিম্নচাপের শঙ্কার কথাও জানিয়েছে তারা।
এদিকে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বৃষ্টির সাথে সাথে কমেছে তাপমাত্রাও। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে দিনভর বৃষ্টিতে স্বস্তি নেমে এলেও রাস্তাঘাটে চলাচলকারীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম সাময়িক পরীক্ষা থাকায় কোমলমতিদের উপস্থিত হতে বেগ পেতে হয়েছে।