সিলেটের প্রবীণ চিকিৎসক ডা: আজিুজর রহমান আর নেই
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ১০:২২:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : চলে গেলেন সিলেটের প্রবীণতম শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: আজিুজর রহমান। গতকাল সোমবার বিকেল ৩.১৫ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন।
তিনি সিলেটের বেসরকারী নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত ছিলেন। তিনি ওই হসাপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি সিলেটসস্থ মৌলভীবাজার সমিতির সাবেক সভাপতি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, আঞ্জুমানে মফিদুল ইসলাম, সিলেট ডায়াবেটিক হাসপাতাল, লায়ন্স ক্লাব শিশু ও চক্ষু হাসপাতালসহ অসংখ্য প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোক্তা ও এর সাথে জড়িত ছিলেন।
ডা: আজিুজর রহমান -এর জন্ম শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখান ইউনিয়নের লাহারপুর গ্রামে। থাকতেন সিলেট শহরের হাউজিং এস্টেট এলাকার নিজ বাসায়। প্রবীণ ও খ্যাতিমান এ চিকিৎসকের জানাযা গতকাল বাদ এশা হযরত শাহজালাল রহ. দরগাহ মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর দরগাহ গোরস্থানেই তাকে দাফন করা হয়।