ক্রেতা সেজে মাদক সম্রাটকে ধরল পুলিশ : ৩৬ লক্ষ টাকার মাদক উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৫, ৬:২২:০১ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
পড়নে লুঙ্গি, আর টিশার্ট, গলায় গামছা, মাথায় দেয়া ক্যাপ-এমন ছদ্মবেশ ধরে মাদক বিক্রেতার কাছে গেল পুলিশ। সেখানে ক্রেতা সেজে নিলেন সকল তথ্য। এর কিছুক্ষণ পর অভিযান দিয়ে আটক করলেন ৩৬ লক্ষ টাকার মাদক সহ ২ সম্রাটকে। সোমবার (১২ মে) রাত সাড়ে ৯টায় এমন এক অভিযান করেছে সিলেটের কোম্পানীগঞ্জ থানার পুলিশ।
এএসআই উজ্জল চক্রবর্তীর ছদ্মবেশে দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার পাড়ুয়া থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২ মাদক সম্রাটকে আটক করা হয়। আটককৃতরা হলেন- পাড়ুয়া গ্রামের মৃত আরজ আলীর ছেলে রহমত আলী (৫০) ও মৃত সৈয়দ আলীর ছেলে ইসহাক আলী (৪৫)। তাদের কাছ থেকে ১১ হাজার ৬’শ পিস ইয়াবা, দুই কেজি গাঁজা, ৮ রিল ইয়াবা সেবনের ফয়েল পেপার এবং মাদক বিক্রির ৯ হাজার ২’শ টাকা উদ্ধার করা হয়। মাদকদ্রব্যের মূল্য প্রায় ৩৬ লক্ষ টাকা।
এ বিষয়টি নিয়ে প্রেস ব্রিফিং করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায়, একজন পুলিশকে ছদ্মবেশে মাদক ব্যবসায়ীদের কাছে পাঠানো হয়। সে তাদের সকল তথ্য আমাদেরকে দেয়। ছদ্মবেশে প্রায় ৪ ঘন্টা থাকার পর মাদক সম্রাট যখন ঘরে আসে তখন সে আমাদের ইনফর্ম করে। সাথে সাথে আমরা সেখানে অভিযান চালাই।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনানের নেতৃত্বে অভিযানে অংশ নেন ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার, এসআই আসিব ইকবাল, নাজমুল হক মামুন, এএসআই উজ্জল চক্রবর্তীসহ সঙ্গীয় ফোর্স। এসময় মাদক সম্রাট রহমত আলীর ঘরে ইয়াবা ও গাঁজাসহ মাদকদ্রব্য পাওয়া যায়। মাদক সম্রাট রহমত আলী জানায় সে ও ইসহাক সিলেটে নিয়ে বিক্রি করার জন্য এগুলো এনে ঘরে রেখেছে। তারা রাতেই এই মাদক নিয়ে সিলেটে যাওয়ার কথা ছিল। মাদক সম্রাট রহমত আলীর বিরুদ্ধে আরো ১০টি মামলা রয়েছে বলেও জানা যায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, আমরা নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছি। প্রায় ২ দিনের তথ্যের ভিত্তিতে সোমবার রাতে আমরা একটি সফল অভিযান পরিচালনা করেছি। এর আগে কোম্পানীগঞ্জে এতবড় ইয়াবার চালান আটক হয়নি। মাদকের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।