সিলেটে ৪ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৫, ৮:৪৯:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: আগামী শনিবার পর্যন্ত সিলেট অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সিলেট আবহাওয়া অফিস। এরআগে গত তিনদিন ধরে সিলেটে থেমে থেমে বৃষ্টিপাত অব্যহত রয়েছে। দেখা মিলেছে কালবৈশাখীরও। মঙ্গলবার দুপুর ১টার দিকে সিলেটে কালবৈশাখী হানা দেয়। ভারী বৃষ্টিতে অনেক জায়গায় তাৎক্ষণিক রাস্তাঘাট ও বাড়ির উঠোন তলিয়ে যায়। সিলেটে মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
এদিকে আগামী ৪ দিনের পূর্বাভাসে জানা গেছে, বুধবার সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেটের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এ ছাড়াও শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেটের কিছু এলাকায় এবং বাকি বিভাগগুলোতে বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।