সুনামগঞ্জে গৃহকর্মী ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৫, ৬:১৭:০৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ শহরতলীর একটি বাসায় জানালার গ্রীলে ঝুলে থাকা এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে বাধনপাড়ার একটি বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত গৃহকর্মীর নাম চম্পা বেগম (১৭)। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নুরপুর গ্রামের বাদশা মিয়ার মেয়ে।
বাসার মালিক রেজাউল করিম নিক্কু জানান, আমার বাসায় কাজ করত চম্পা। কিছুদিন আগে চম্পা গৃহকর্মীর চাকুরী ছেড়ে ঢাকার গার্মেন্টসে চাকরি নেয়। গার্মেন্টসের বেতনে থাকা খাওয়া না পোষালে আবার আমার বাসায় ফিরে আসে। ঢাকার গার্মেন্টসে থাকা অবস্থায় রাকিব নামে এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সুনামগঞ্জে এসেও চম্পা রাকিবের সাথে ফোনালাপ করতো। ঘটনার আগের রাতেও আমাদের বাসার ট্যাবে চ্যাট করেছে এবং প্রেমিককে আত্মহত্যা করার কথা জানায়। চম্পার হাতেও রকিবের নাম লিখে রেখেছে। সে মূলত প্রেমে ছ্যাঁকা খেয়ে আত্মহত্যা করেছে।
ঘটনার বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ওসি আবুল কালাম জানান, মেয়েটির হাতে রকিব নামে এক ছেলের নাম লেখা পাওয়া গেছে। বাসার এক ট্যাবেও সে রাতে রকিবের সাথে চ্যাট করেছে। ফোনেও কথা বলেছে। আপাতদৃষ্টিতে সিমটম দেখে মনে হচ্ছে এটি আত্মহত্যা। পোষ্টমর্টেমের পর জানা যাবে প্রকৃত কারন।