নর্থ ইষ্ট মেডিকেল কলেজে নার্সেস দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৫, ৭:৪১:৩০ অপরাহ্ন
‘আওয়ার নার্সেস, আওয়ার ফিচার, কেরিং ফর নার্সেস, স্ট্রেংন্থস ইকোনমিকস’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও নর্থ ইষ্ট নার্সিং কলেজে গত সোমবার আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও নর্থ ইষ্ট নার্সিং কলেজ কনফারেন্স রুমে পৃথক পৃথকভাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ সমাজে নার্সিং শিক্ষার গুরুত্ব ও মানব সেবায় নার্সিং পেশার তাৎপর্য্য তুলে ধরেন। দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, নর্থ ইষ্ট মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও হাসপাতাল পরিচালক অধ্যাপক ডাঃ মোহাম্মদ আফজল মিয়া, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন ও নর্থ ইষ্ট নার্সিং কলেজের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল ইসলাম, নর্থ ইষ্ট মেডিকেল কলেজের উপাধক্ষ্য অধ্যাপক ডাঃ এ.এফ.এম. নাজমুল ইসলাম, নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের অন্যতম পরিচালক আবু আহমেদ সিদ্দিকি, নর্থ ইস্ট নার্সিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. গোলবদন। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চিকিৎসকবৃন্দ, নর্থ ইষ্ট নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, হাসপাতালের নার্সেসবৃন্দ ও নার্সিং শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি