সিলেটে ৩৬ ঘণ্টায় ২০১ মিলিমিটার বৃষ্টি
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৫, ৮:০৩:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে মঙ্গলবার সকাল থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ২০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরমধ্যে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১৫৬ মিলিমিটার এবং বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদিনে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪৫ মিলিমিটার।
মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত টানা বৃষ্টি হয়। ঘণ্টা দুয়েক থেমে আবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ঘণ্টাখানেক মুষলধারে বৃষ্টি হয়। টানা এই বৃষ্টিতে নগরীর বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে যায়। তবে এই পানি বেশিক্ষণ স্থায়ী না হলেও রেখে গেছে ক্ষত। অনেক বাসাবাড়ির উঠোন ও ঘরে ঢুকে যায় পানি। বৃষ্টি থামার পর পানি নেমে গেলেও ময়লা পানি ও আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াতে থাকে।
বৃষ্টিতে রাস্তাঘাট তুলিয়ে যাওয়ায় সকালে কর্মজীবী ও স্কুলগামী শিক্ষার্থীরা বিপাকে পড়েন। অনেককে হাঁটু পানি মাড়িয়ে কর্মস্থলে যেতে দেখা যায়। ছোটো বাচ্চাদের অভিভাবকরা যেসব জায়গায় পানি জমেছিল সেসব জায়গা কোলে করে পার করতে হয়েছে। সকালে সাড়ে নয়টার দিকে বৃষ্টি থেমে গেলে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত থেমে থেমে হালকা বৃষ্টি হয়েছে। দুপুরের পর রোদ ওঠায় জনজীবনে অনেকটা স্বস্তি নেমে আসে। বাসাবাড়িতে লোকজন পানিতে ভিজে যাওয়া পাপুস, আসবাব রোদে শুকাতে দেন। এদিকে শনিবার পর্যন্ত সিলেট অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।