সামান্য বৃষ্টিতেই এমসি কলেজে জলাবদ্ধতা
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৫, ৮:৪০:২৩ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি: সামান্য বৃষ্টিতে সিলেটের ঐতিহ্যবাহী (মুরারিচাঁদ) এমসি কলেজ ক্যাম্পাসে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে বৃষ্টিতে থামার বেশ কয়েক ঘণ্টা পরেও রাস্তায় বৃষ্টির পানি জমে থাকতে দেখা যায়। এতে শিক্ষার্থীদের সাধারণ চলাচল সার্বিকভাবে ব্যাহত হয়। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে সরেজমিনে দেখা যায় ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনের রাস্তার দুই পাশের ড্রেন পর্যাপ্তভাবে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এবং তা ভরাট হয়ে পানি নিষ্কাশিত হতে পারছে না ।
কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের অভিযোগ প্রায় প্রতিবছর তাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়। এ সময় বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান তানিম দৈনিক জালালাবাদ কে জানান, “ড্রেনগুলোর পর্যাপ্ত ব্যবস্থাপনা না করায় কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এমতাবস্থায় ড্রেনগুলো ঠিক করা জরুরী। কলেজ প্রশাসন এদিকে নজর দিলে সমস্যাটি খুব দ্রুতই সমাধান হয়ে যাবে বলে আশা করছি।”
এ ব্যাপারে মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আনাম মোহাম্মদ রিয়াজ বলেছেন- “কলেজ উন্নয়ন ফান্ডে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায় এবং এই কাজগুলো যেহেতু শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর থেকে করা হয়, তাই শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরে দরখাস্ত করবো। “