সিলেটে বাড়ছে নদ-নদীর পানি ২৪ ঘন্টায় ২০০ মি.মি বৃষ্টিপাত
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৫, ৯:১৩:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে সিলেটের নদ-নদীর পানিও। যদিও বর্ষার প্রাক মৌসুমে বৃষ্টিপাত ও নদনদীর পানি বৃদ্ধি স্বাভাবিক ঘটনা। পানি উন্নয়ন বোর্ড পাউবো জানিয়েছে, গত কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে সিলেটের সকল নদ-নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘন্টায় সিলেটে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
পাউবো সূত্রে জানা গেছে, চলমান বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের ৬টি নদীর পানির সমতল মান বৃদ্ধি পেয়েছে। তবে এই পানি বৃদ্ধিতে এখন পর্যন্ত বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংশ্লিষ্ট কর্মকর্তা।
এদিকে সিলেট বিভাগে কয়েকদিন ধরেই বৃষ্টিপাত চলমান। সিলেট আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত সিলেটে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
পাউবোর তথ্যানুযায়ী, সিলেটের কোনো নদীর পানি প্রাক-বর্ষাকালের বিপদসীমা অতিক্রম করেনি। তবে সিলেটের সুরমা নদীর কানাইঘাট, সিলেট, ছাতক, সুনামগঞ্জ, দিরাই পয়েন্ট, জাদুকাটা নদীর শক্তিয়ারখোলা পয়েন্ট, কুশিয়ারা নদীর অমলশিদ, শেওলা ও শেরপুর পয়েন্ট, মনু নদীর মনু রেলব্রিজ ও মৌলভীবাজার পয়েন্ট, ধলাই নদীর কমলগঞ্জ পয়েন্ট, সারিগোয়াইন নদীর সারিঘাট এবং গোয়াইনঘাট পয়েন্টে পানির সমতল মান বৃদ্ধি পেয়েছে।
পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, সিলেটের সকল নদ-নদীর পানি বাড়ছে। তবে সিলেটে এখনো বন্যার কোনো শঙ্কা নেই। তিনি বলেন, সিলেটের নদ-নদীর পানি বৃদ্ধি মূলত নির্ভর করে ভারতের বৃষ্টির ওপর। যদি মেঘালয়ে টানা ৭ দিন বৃষ্টি হয়, তাহলে আমাদের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়। তবে এই প্রাক-বর্ষা মৌসুমে সাধারণত ধীরে ধীরে নদ-নদীর পানি বৃদ্ধি পায়। এই পানিও বৃদ্ধি পায় মূলত ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও দেশের বৃষ্টিপাতে। সিলেটের সব নদীর পানি এখনো বিপৎসীমার অনেক নিচে অবস্থান করছে।