শাবিতে পরিবেশগত ব্যবস্থাপনা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৫, ৯:২৫:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে পরিবেশগত ব্যবস্থাপনা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার আইআইসিটি ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, আমরা যেখানে সেখানে সবকিছু একত্র করে পুড়িয়ে দিচ্ছি। এর ফলে এমন গ্যাস তৈরি হচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হবে। মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার কমিয়ে দিতে হবে, কারণ এসব প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর। পুনরায় ব্যবহার করা যায়, এমন পণ্যের ব্যবহারে উৎসাহিত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো সাজেদুল করিম বলেন, যে বিষয়ে আজ প্রশিক্ষণ হচ্ছে, তা জাতি ও বিশ্বের জন্য খুবই জরুরি বিষয়। আমাদের অনেকের ধারণা, আমরা যা বর্জন করি, তা যেন নদীতে যায়। এই ধারণা দূর করতে হবে। আমাদের নদীকে বাঁচাতে হবে। সময় এসেছে এসব বিষয়ে কথা বলার এবং সবাইকে সচেতন হওয়ার।
ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।