পিরিজপুর সোনারহাট রাস্তা মেয়াদ শেষ হলেও সম্পন্ন হয়নি কাজ
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৫, ৯:৩৮:০৪ অপরাহ্ন
মোঃ আব্দুল মালিক, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পিরিজপুর-সোনারহাট রাস্তা এখন মানুষের মরণফাঁদে পরিণত হয়েছে। ঠিকাদারের উদাসীনতায় মেয়াদ শেষ হলেও ২৫ ভাগ কাজ সমাপ্ত হয়নি। প্রকৌশলী এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে বারবার অবগত করেও কোন প্রতিকার না হওয়ায় জনরোষে পড়েছেন বিব্রতকর অবস্থায়।
উপজেলার পিরিজপুর-সোনারহাট রাস্তার আলীরগ্রাম উত্তর থেকে সোনারহাট পর্যন্ত মেরামত কাজ পায় করে ঢাকার এস আর কর্পোরেশন নামে ঠিকাদারী প্রতিষ্ঠান। এডিবি ও জিওবির অর্থায়নে এলজিইডির তত্ত্বাবধানে কাজটির সিকিভাগও সম্পন্ন হয়নি। মেয়াদ শেষ হয়েছে গত ৭ মে। ঠিকাদারের চরম উদাসীনতায় উপজেলার জনগুরুত্বপূর্ণ রাস্তাটি এখন পরিণত হয়েছে মরণফাঁদে। গত ১৩ মে থেকে সরাসরি উপজেলার সাথে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন এসএসসি পরীক্ষার্থী, রোগি, জরুরী পরিবহনকারী যানসহ এলাকার উত্তরাঞ্চচলের দু’লক্ষ নরনারী। তারা উৎপাদিত ধান গুদামে দিতে পারছেন না এবং এলাকার কৃষিপণ্য বাজারজাত করতে পারছেন না। এলাকাবাসি কর্তৃপক্ষকে বারবার চাপ দিয়েও ফল হয়নি। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় জনদুর্ভোগের করুণ চিত্র প্রকাশ হলেও তা নিরসনে এলজিইডি কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি উক্ত রাস্তার বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের নিকট বারবার লিখেছি। আমাকে মানুষের রোষানলে পড়তে হচ্ছে, বিব্রতকর অবস্থায় আছি। এ সময় এসআর কর্পোরেশনের ঠিকাদারের দায়িত্বে থাকা লোক অফিসে আসলে তারা বলে দ্রুত যান চলাচলের উপযোগী করে দিব। বিষয়টি নিয়ে জেলা নির্বাহী প্রকৌশলীর নিকট জানতে চাইলে ফোন রিসিভ হয়নি।
জনস্বার্থে সরকারের দশকোটি টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ এই রাস্তার কাজ দ্রুত সম্পন্নের ব্যবস্থা নিতে এলজিইডির উর্ধতন কর্মকর্তাসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।