ওসমানীনগরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৫, ৯:৩১:৫০ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: দৈনিক জালালাবাদে সংবাদ প্রকাশিত হওয়ার পর খাদ্যে ভেজাল ও নি¤œমানের খাদ্য উৎপাদন ও পরিবেশনের অভিযোগে ওসমানীনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার বিকালে ভোক্তা অধিকার সিলেট জেলা সহকারি পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, উপজেলার গোয়ালাবাজারে অবস্থিত মধুমিতা নামক মিষ্টির দোকানকে ১৫ হাজার টাকা, নিমাই মিষ্টির দোকান থেকে ১০ হাজার টাকা, রাজভোজন রেষ্টুরেন্ট থেকে ৩০ হাজার টাকা এবং রান্নাঘর রেষ্টুরেন্ট থেকে ১৫ হাজারসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কিছুদিন পূর্বে দৈনিক জালালাবাদে ‘ওসমানীনগরে ভেজাল মিষ্টির রমরমা ব্যবসা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। মঙ্গলবার বিকালে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জালালাবাদ এর প্রতিবেদকের কাছ থেকে সংবাদের লিংক নিয়ে ভোক্তা অধিকার সিলেট জেলার সহকারী পরিচালক দেবানন্দ সিনহাকে প্রদান করেন। এরপর ভোক্তা অধিকার এর পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়।
ভোক্তা অধিকার সিলেট জেলা শাখার সহকারি পরিচালক দেবানন্দ সিনহা বলেন, গোয়ালাবাজারে অত্যন্ত নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন করে বিক্রি করা হয়। এজন্য ২টি মিষ্টির দোকান ও ২টি রেষ্টুরেন্টকে জরিমানা করা হয়েছে।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, খাদ্যে ভেজাল থাকার কারণে মানব দেহে ক্যান্সার, কিডনি অকেজোসহ নানাবিধ রোগের সৃষ্টি হয়। তাই আমাদেরকে ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে সচেতন হতে হবে।