হবিগঞ্জে সরকারী কলেজ শিক্ষকদের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৫, ৬:১৯:৩৭ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি: সরকারিকৃত কলেজ সমূহের শিক্ষক সংগঠন ও সরকারি কলেজ শিক্ষক সমিতির সাথে আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ শিক্ষকদের মতবিনিময় ও হবিগঞ্জ জেলা কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টায় কলেজ মিলনায়তনে এ সভা শুরু হয়। আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজের আইসিটি বিভাগের প্রধান আইয়ুব আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সরকারিকৃত কলেজ সমূহের শিক্ষক সংগঠন, সরকারি কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রিয় সদস্য সচিব অধ্যাপক মো: ফরিদ আহমদ।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রিয় সদস্য সচিব অধ্যক্ষ মো: নিজাম উদ্দিন তরফদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় আহ্বায়ক লে. মো: মনিরুল ইসলাম ও সিলেট জেলা আহ্বায়ক অধ্যাপক ফরিদ আহমদ। সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে প্রভাষক আইয়ুব আলীকে আহ্বায়ক ও প্রভাষক আব্দুল হাই ভূইয়াকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট সরকারিকৃত কলেজ সমূহের শিক্ষক সংগঠন, সরকারি কলেজ শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়।