লিডিং ইউনিভার্সিটির সামার সেমিস্টারের ওরিয়েন্টেশন ২৬ মে
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৫, ৬:২২:১২ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটির সামার ২০২৫ সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠান ২৬ মে অনুষ্ঠিত হবে। লিডিং ইউনিভার্সিটির বোর্ডরুমে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ রাগীব আলী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করীম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়া, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি