সিলেটে কমেছে বৃষ্টির পরিমাণ
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৫, ৭:৪০:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে আগের দুইদিনের তুলনায় বৃহস্পতিবার বৃষ্টিপাত কম ছিল। আগের দিন বুধবার সকালের দিকে এবং দিবাগত মধ্যরাতে তুমুল বৃষ্টিতে অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়। তবে সেই তুলনায় বৃহস্পতিবার দিনের বেলা সকালের দিকে কিছু বৃষ্টি হলেও দুপুর ১টার পর আর কোনো বৃষ্টিপাত দেখা যায়নি। বিকেলের দিকে আকাশ উজ্জ্বল করে উঠে ঝলমলে রোদ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত সারাদিনে ৬ মিলিমিটার রেকর্ড করা হয়েছে বলে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে। এরআগে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে সিলেটে গত ৩৬ ঘণ্টায় ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজীব আহমদ বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে সিলেটে বেশি বৃষ্টি হয়। গত ২৪ ঘন্টায় অতিভারী বৃষ্টিপাত হয়েছে। এখনো ময়মনসিংহ বিভাগের জেলা সমূহ, সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলের উপরে মেঘ রয়েছে। যা পরবর্তীতে আরো বিস্তার লাভ করবে। তবে এ অঞ্চলের জন্য এই বৃষ্টি স্বাভাবিক হিসেবে দেখছেন তিনি।