নিষেধাজ্ঞা অমান্য করে কলেজ অধ্যক্ষের সংবর্ধনার আয়োজন
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৫, ৮:১৯:৪৯ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে নবগঠিত রাজনৈতিক দল বাংলাদেশ স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা আহবায়ক গিয়াস উদ্দিন আহমদকে জাতীয় বিশ^বিদ্যালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে জাঁকজমক সংবর্ধনা প্রদান করেছে গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রী কলেজ কর্তৃপক্ষ।
১৫ মে বৃহস্পতিবার দুপুরে কলেজ হলরুমে এ সংবর্ধনার আয়োজন করেন কলেজ অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ। বিশ^বিদ্যালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে এমন সংবর্ধনার আয়োজন করায় এলাকায় সমালোচনার ঝড় বইছে।
জানা যায়, গত ৮ মে জাতীয় বিশ^বিদ্যালয়ের অধিভূক্ত সরকারি-বেসরকারি কলেজে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করে বিশ^বিদ্যালয়ের অধিভূক্ত কলেজের অধ্যক্ষ, পরিচালনা পর্ষদের সভাপতি ও সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠায় কর্তৃপক্ষ। সেই নিষেধাজ্ঞা অমান্য করে বৃহস্পতিবার দুপুরে কলেজ হলরুমে জাঁকজমকভাবে নবগঠিত রাজনৈতিক দল বাংলাদেশ স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা আহবায়ক গিয়াস উদ্দিন আহমদকে সংবর্ধনা প্রদান করেন গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ। কলেজ অধ্যক্ষের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি গিয়াস উদ্দিন আহমদসহ স্থানীয় রাজনীতিক, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ বলেন, আমরা ঘরোয়াভাবে একটি সংবর্ধনার আয়োজন করেছি। এটা তেমন বড় আয়োজন নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখবো।