ছাতকে সপ্তাহ ধরে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৫, ৮:২১:১১ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: ছাতকে এক সপ্তাহ ধরে এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রী নিখোঁজ রয়েছে। তার নাম রিমা বেগম (১৭)। সে উপজেলার চরমহল্লা ইউনিয়নের মাটিয়ারচর গ্রামের আলী আকবরের মেয়ে।
জানা যায়, গত ৯ মে শুক্রবার সকাল ৯ টায় সে মাটিয়ারচর গ্রামের বাড়ী থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেনি। সন্ধ্যার পরেও বাড়িতে না ফেরায় সম্ভাব্য সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যায় নি। এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীর ভাই আলী ইমরান থানায় সাধারণ ডায়রী করেন। কোনো ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে আলী ইমরান মোবাইল নং ০১৭৩২৮৮৩২৬৭৯ ও ছাতক থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।