সিলেট বিভাগ গণদাবি ফোরামের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৫, ৮:২৩:৫২ অপরাহ্ন
সিলেট বিভাগ গণদাবি ফোরামের উদ্যোগে সিলেট বিভাগের নায্য দাবি বাস্তবায়নের দাবিতে এক আলোচনা সভা বৃহস্পতিবার দুপুরে নগরীর সুরমা ম্যানশনস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগ গণদাবি ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এর সভাপতিত্বে ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি ও সিলেট বিভাগ গণদাবি ফোরামের উপদেষ্টামন্ডলীর সদস্য বদরুল আহমদ চৌধুরী এডভোকেট।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবি ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য নিউইয়র্ক প্রবাসী খলকু কামাল, সিলেট বিভাগ গণদাবি ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, বৃহত্তর সিলেট গণদাবি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হাবিবুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গণদাবি ফোরামের উপদেষ্টা মুফতি আব্দুর রহমান চৌধুরী এডভোকেট, অধ্যাপক আকবর হোসেন চৌধুরী, সিলটী পাঞ্চায়িত এর সাংগঠনিক সম্পাদক ওয়ারিছ আলী মামুন এডভোকেট, গণদাবি ফোরামের সিনিয়র সদস্য ওয়াহিদুর রহমান এডভোকেট, শরীফুল হুদা চৌধুরী এডভোকেট, মলয় চক্রবর্তী এডভোকেট, প্রশেনজিৎ পাল এডভোকেট, নেপাল চন্দ্র চন্দ এডভোকেট, যুব সংগঠক কয়েছ আহমদ সাগর, বাউল আলাউদ্দিন, রিয়াজ উদ্দিন আহমদ, এম এ জলিল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বদরুল আহমদ চৌধুরী এডভোকেট বলেন, অতীতে সিলেটে বলিষ্ঠ নেতৃত্ব ছিল। বর্তমানে সিলেটে নেতৃত্ব শূন্যতা বিরাজ করছে। তিনি সিলেটের উন্নয়নের দাবিতে সকলকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কমিউনিটি নেতা খলকু কামাল বলেন, সিলেটের উন্নয়নকে এগিয়ে নেয়ার জন্য প্রশাসনের উচ্চ পর্যায়ে বর্তমানে আমাদের নিজস্ব লোকের অভাব রয়েছে। সিলেটবাসীকে তাদের ন্যায্য অধিকার আদায়ের ব্যাপারে সকলকে সোচ্চার হতে হবে।
সভায় বক্তারা সিলেট বিভাগকে নিয়ে জালালাবাদ প্রদেশ গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান। এছাড়া সিলেট-আখাউড়া রেলপথ ব্রডগেজ ডাবল লাইনে রূপান্তর, ঢাকা-সিলেট তামাবিল মহাসড়কের কাজ অবিলম্বে সম্পন্ন করা, ওসমানী বিমানবন্দরের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করা, সিলেট জেলা হাসপাতালের কাজ দ্রুত সম্পন্ন করে কার্যক্রম শুরু করা, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বরাদ্দ বৃদ্ধি, মৌলভীবাজারে একটি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ স্থাপন, সুনামগঞ্জ ও হবিগঞ্জে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, বর্ষা মৌসুমের পূর্বে সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণ, অবিলম্বে সিলেট মহানগরী, জেলা-উপজেলা ও পৌর শহরে বাসা-বাড়িতে গ্যাস সংযোগের বিধি নিষেধ প্রত্যাহারের দাবি জানানো হয়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দকে সিলেট বিভাগ গণদাবি ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিজ্ঞপ্তি