সিকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবসে র্যালী
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৫, ৮:২৭:৩৭ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) নানা আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও কেক কাটার আয়োজন করা হয়।
সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের নেতৃত্বে র্যালিটি সমস্ত ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন অনুষদীয় ডিন, দপ্তর প্রধান, হল প্রভোস্টসহ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। পরে দিবসটির প্রতিপাদ্য বিষয় নিয়ে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এনাটমি ও হিস্টোলজি বিভাগের সহকারী প্রফেসর ডাঃ আঁখি পালের সঞ্চালনায় এবং মাইক্রোবায়োলজি ও টক্সিকোলজি বিভাগের প্রফেসর ড. সুলতান আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম, সিলেট জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডাঃ মোঃ আহসান হাবিব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভেটেরিনারি পেশা কেবল পশু চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সরাসরি মানুষের স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রাণিসম্পদ খাত আমাদের দেশের অর্থনীতির একটি বড় চালিকাশক্তি বিধায় এই খাতের উন্নয়নে দক্ষ ও মানবিক ভেটেরিনারিয়ানদের ভূমিকা অপরিসীম। আলোচনা সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিসিন বিভাগের প্রফেসর ড. মোঃ মুক্তার হোসেন। বিজ্ঞপ্তি