বিএনপির তারুণ্যের সমাবেশের সিলেট বিভাগীয় সমন্বয়ক জাকির
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৫, ৯:০৪:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ঢাকায় অনুষ্ঠিতব্য বিএনপির ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফলে সিলেট বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। আর সহ-সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।
আগামী ২৭ ও ২৮মে রাজধানী ঢাকায় ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শীর্ষক এ দুই কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিএনপির অঙ্গ-সহযোগি সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এসব সেমিনার এবং সমাবেশ আয়োজন করা হচ্ছে।
সিলেট বিভাগের জেলা ও মহানগরসহ নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করার জন্য যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবুল মোনায়েম মুন্না মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন তাদেরকে এই দায়িত্ব দিয়েছেন।
পাশাপাশি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানকে সহ-সমন্বয়ক (২) এর দায়িত্ব দেওয়া হয়েছে। যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার ১৫ মে স্বাক্ষরিত একপত্রে এই দায়িত্ব দেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার শীর্ষক সেমিনার ও তারুণ্যের রাজনৈতিক ভাবনা শীর্ষক সমাবেশ সফল করতে সিলেট বিভাগের মহানগর ও জেলা সমূহের সঙ্গে সমন্বয় করবেন।