এড. দেলোয়ার শামীমের ছেলের মৃত্যুতে ল’ইয়ার্স কাউন্সিলের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৫, ৯:১৪:১১ অপরাহ্ন
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সহকারী সেক্রেটারী এডভোকেট দেলোয়ার হোসেন শামীমের ছেলে নাহিয়ান (১২) এর মৃত্যুতে দোয়া মাহফিল করেছে ল’ইয়ার্স কাউন্সিল। বৃহস্পতিবার (১৫ মে) বাদ জোহর জেলা জজ আদালত জামে মসজিদ প্রাঙ্গনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে নাহিয়ানের মাগফেরাত ও পরিবারের ধৈর্য্যধারণের শক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে মরহুমের পিতা এডভোকেট দেলোয়ার হোসেন শামীমসহ সিলেট জেলা বারের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি এডভোকেট মোঃ আলীম উদ্দীনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এডভোকেট মোঃ আজীম উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল খালিক, সিনিয়র আইনজীবী এডভোকেট গিয়াস উদ্দিন, সিনিয়র আইনজীবী এডভোকেট মিনহাজ উদ্দিন খান, ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের যুগ্ম সম্পাদক এডভোকেট জামিল আহমদ রাজু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল খালিক, কর আইনজীবী সমিতির সহ সভাপতি এডভোকেট সফিকুল ইসলাম, এডভোকেট মাসহুদ আহমদ মহসিন, এডভোকেট ইকবাল আহমদ, ব্যারিষ্টার আবুল ফজল, এডভোকেট দেলোয়ার হোসেন ও এডভোকেট আসাদুল্লাহ প্রমুখ।
প্রসঙ্গত- সম্প্রতি খেলাধুলার করার সময় বাসার ৬ তলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন এডভোকেট দেলোয়ার হোসেন শামীমের ছোট ছেলে নাহিয়ান (১২)। কয়েক ঘন্টা পর চিকিৎসাধিন থাকা অবস্থায় সে নগরীর একটি বেসরকারী হাসপাতালে মারা যায়। নাহিয়ান স্কলার্সহোম শিবগঞ্জ শাখার ৪র্থ শ্রেণীর ছাত্র ছিল। বিজ্ঞপ্তি