শাহজালালের ওফাৎ দিবসে বন্ধ থাকবে সিকৃবি
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৫, ৯:২০:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল (রহ:) এর ওফাৎ দিবস উপলক্ষে আগামী ১৯ মে সোমবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হযরত শাহজালাল (রহ:) এর সম্মানার্থে তাঁর ওফাৎ দিবসে ১৯ মে অফিস ও ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিলেট কৃষি বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। পরদিন ২০ মে মঙ্গলবার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয় খোলা থাকবে।