শাবিতে গ্রীষ্মকালীন ও ঈদুল আযহার ছুটি শুরু ২৫ মে
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৫, ৯:২২:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ও ঈদুল আযহার ছুটি শুরু হতে যাচ্ছে আগামী ২৫ মে থেকে। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) বিশ^বিদ্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং ১ জুন থেকে ১২ জুন পর্যন্ত সকল অফিস বন্ধ থাকবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডারে উল্লেখিত ২৫ থেকে ২৭ মে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস যথারীতি খোলা থাকবে।