৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পাচ্ছে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৫, ৯:২৪:১৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: চলতি বছরের জুন মাসের মধ্যে ৩.৩ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) অর্থ মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) খুব শিগগির চতুর্থ ও পঞ্চম কিস্তি হিসেবে মোট ১.৩ বিলিয়ন বা ১৩০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে বাংলাদেশকে। এছাড়া বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এশিয়ান ইনফ্রাস্ট্রকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি), জাপান ও ওপেক ফান্ডসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আরও প্রায় ২ বিলিয়ন ডলার বাজেট সহায়তা আসতে পারে। সব মিলিয়ে জুন মাসের মধ্যে বাংলাদেশে আসতে পারে মোট ৩.৩ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক সহায়তা, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের স্বস্তি আনবে।
জুন মাসে আসন্ন ৩.৩ বিলিয়ন ডলারের বহুপক্ষীয় সহায়তা কেবল তাৎক্ষণিক অর্থনৈতিক স্বস্তিই নয়, বরং দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কারের পথ প্রশ^স্ত করতে পারে, যদি সরকার প্রতিশ্রুত রিফর্মগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে পারে।
অর্থনীতিবিদদের মতে, চলমান বৈশ্বিক ও আঞ্চলিক অর্থনৈতিক চাপের মধ্য দিয়ে বাংলাদেশ যে আর্থিক স্থিতিশীলতা ধরে রাখার চেষ্টা করছে, এই ঋণ ও সহায়তা প্রাপ্তি সেই প্রচেষ্টাকে আরও বেগবান করবে।