জায়ফরনগর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৫, ৬:২৩:০৮ অপরাহ্ন
জুড়ী থেকে সংবাদদাতা: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
দ্বিবার্ষিক সম্মেলনে ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু। বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা বিএনপির আহবায়ক মোস্তাকিম হোসেন বাবুল, সিনিয়র যুগ্ম আহবায়ক মাছুম রেজা, যুগ্ম আহবায়ক মতিউর রহমান চুনু ও হেলাল উদ্দিন প্রমূখ। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দ্বিবার্ষিক সম্মেলন শেষে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ওয়ার্ড কমিটির সদস্যদের ভোটে সভাপতি ইসহাক আলী মাস্টার ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হন, সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম জুবেল মাস্টার ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন এবং সাংগঠনিক সম্পাদক পদে গিয়াস উদ্দিন ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন।