জগন্নাথপুরে বোরো ধান কর্তন উৎসব
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৫, ৬:২৪:২৫ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রথমবারের মতো বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের ভবানীপুর গ্রাম এলাকায় মইয়ার হাওরের পাশে মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। এবার প্রকৃতি অনুকূলে থাকায় শতভাগ বোরো ধান কৃষকদের গোলায় তুলতে পেরে আনন্দমুখর এ অনুষ্ঠানে কৃষক-কৃষাণীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ এর সভাপতিত্বে ও কৃষি অফিসের সহকারী কর্মকর্তা তপন চন্দ্র শীলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার।
বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা পাউবো কর্মকর্তা সবুজ কুমার শীল, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের আলেম উলামাদের মধ্যে আফজাল হোসাইন, মাওলানা মতিউর রহমান, মাওলানা আবদুর রহমান, মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, আহম ওয়ালি উল্লাহ, সাংবাদিকদের মধ্যে তাজ উদ্দিন আহমদ, মো.শাহজাহান মিয়া, শাহ ফুজায়েল আহমদ ও কৃষক প্রতিনিধি বক্তব্য রাখেন। পরে মহান আল্লাহপাকের দরবারে শোকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমদ।