সিলেট মেরিন একাডেমিতে শিপ রিসাইক্লিং বিষয়ক সেমিনার
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৫, ৬:২৫:৩৭ অপরাহ্ন
বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে গ্রিন শিপ রিসাইক্লিং ও ওয়েষ্ট ম্যানেজমেন্ট শীর্ষক এক টেকনিক্যাল সেমিনার বৃহস্পতিবার দুপুরে বাদাঘাটস্থ মেরিন একাডেমি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজির ভিসি ড. সরওয়ার উদ্দিন চৌধুরী। সেমিনারে টেকনিক্যাল রিসার্চ পেপার উপস্থাপন করেন শিপ রিসাইকেল বিশেষজ্ঞ মেরিন ইঞ্জি মোঃ মাহবুবুর রহমান। আলোচনায় অংশ নেন মেরিন একাডেমি সিলেট এর কমান্ড্যান্ট মেরিন ইঞ্জি. মোঃ হুমায়ুন কবির।
সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে যেহেতু বিশ্বের প্রধান মেরিন শিপ রিসাইকেল দেশ হিসাবে অগ্রগামী ভূমিকা পালন করেছে। স্ট্রোকহোল্ডারদের মধ্যে এবং এক্সপার্টিসিদের সচেতনতা এবং ২০২৬ সাল থেকে শিপ রিসাইক্লিং এর ইন্ডাস্ট্রিতে প্রযোজ্য হংকং কনভেশন সম্পর্কে আলোচনা করা হয়। গারবেজ রিসাইক্লিং সম্পর্কে মেরিন একাডেমি সিলেটের কমান্ডেন্ট মেরিন ইঞ্জি. মোঃ হুমায়ুন কবির তার গবেষণা উপস্থাপনা করেন।