মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৫, ৭:২২:৪৫ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: স্বেচ্ছায় নিজ দেশে প্রত্যার্পণে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি (পিআরএম ২.০) ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। এ কর্মসূচি আগামি ১৯ মে সোমবার থেকে শুরু হবে এবং চলবে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত।
শুক্রবার দেশটির স্বরাস্ট্রমন্ত্রী সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল এক বিবৃতিতে বলেছেন, বিদেশি নাগরিক যারা বৈধ পাস ছাড়াই মালয়েশিয়া প্রবেশ করেছেন বা অতিরিক্ত সময় ধরে অবস্থান করছেন তাদের ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যেতে পারবেন এবং যারা তাদের প্রবেশ পাসের শর্তাবলী লঙ্ঘন করেছেন তাদের ৩০০ রিঙ্গিত জরিমানা দিতে হবে। এছাড়া একটি বিশেষ পাসের জন্য দিতে হবে ২০ রিঙ্গিত। ১৮ বছরের কম বয়সী বিদেশী শিশুরা যাদের পাস ছাড়া আনা হয়েছে তাদের দেওয়া হবে অব্যাহতি। তবে, তাদের অভিভাবকদেরও তাদের বিশেষ পাসের জন্য অর্থ প্রদান করতে হবে।
যারা এর আগের প্রত্যাবাসন কর্মসূচিতে আবেদন করেছিলেন কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে যেতে ব্যর্থ হয়েছেন তাদের জন্যও এই প্রোগ্রামটি উপলব্ধ থাকবে না। যাদের ইমিগ্রেশন বিভাগ কর্তৃক কালো তালিকাভুক্ত করা হয়েছে, কর্তৃপক্ষ কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বা ওয়ান্টেড হয়েছে তারাও এই কর্মসূচির আওতায় যেতে পারবেনা।
যাদের বিদেশী স্বামী/স্ত্রী অতিরিক্ত সময় ধরে মালয়েশিয়ায় অবস্থান করেছেন, তাদের পাস পুনর্বিন্যাস করার জন্য ইমিগ্রেশনের ভিসা, পাস এবং পারমিট বিভাগে উপস্থিত হতে হবে। মন্ত্রণালয় এ কর্মসূচিতে অংশ নিতে অভিবাসী এবং নিয়োগকর্তাসহ সকলকে অনুরোধ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কর্মসূচির পাশাপাশি ইমিগ্রেশন বিভাগ বৃহৎ পরিসরে অভিযানও বৃদ্ধি করবে। অবৈধ অভিবাসীদের নিয়োগ এবং আবাসনে রাখা সকল নিয়োগকর্তাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যার মধ্যে প্রতিটি অবৈধ অভিবাসীর জন্য ৫০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা অন্তর্ভুক্ত থাকবে। দোষী সাব্যস্ত হলে তাদের পাঁচ বছর পর্যন্ত জেল এবং ছয়বার বেত্রাঘাতেরও শাস্তি হতে পারে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।