জগন্নাথপুরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৫, ৭:২৬:৪৭ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরের জগদীশপুর সফাৎ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শব্বির আহমদ চৌধুরীর বিদায় সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে অত্র শিক্ষাঙ্গনের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে জগন্নাথপুর উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মহিবুল হাসান এবং শিক্ষক রিয়াজ উদ্দিন জনির যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ শহীদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, সংবর্ধিত শিক্ষক শব্বির আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলার সমবায় কর্মকর্তা শাহিনুজ্জামান চৌধুরী, শ্রীরামসি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাজির আলী, যুক্তরাজ্য প্রবাসী মোবারক আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির, পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, তাজপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল খয়ের, লামা টুকেরবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমীন ভূঁইয়া, দক্ষিণ সুরমা গার্লস স্কুলের শিক্ষক এইচ এম ইসরাইল, জগদীশপুর সফাৎ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য মাওলানা বশির আহমদ, শিক্ষানুরাগী সদস্য আবুল খয়ের, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম, জগদীশপুর সফাৎ উল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য রাফিক মিয়া, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হামজা, বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাহবুবুল আলম টিটু, ঢাকার ব্রেইন এন্ড লাইফ হাসপাতালের ডিরেক্টর ফখরুল ইসলাম, নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল গফফার, মো. আব্দুস ছালাম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার কামরুজ্জামান।
আলোচনা সভা শেষে সংবর্ধিত শিক্ষক শব্বির আহমদ চৌধুরীর হাতে সম্মাননা ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের অতিথি ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি