ঢাকায় অনুষ্ঠিতব্য সেমিনার সফলে সিলেট যুবদলের প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৫, ৭:২৮:৩৫ অপরাহ্ন
আগামী ২৭ মে (মঙ্গলবার) ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ২৮ মে (বুধবার) ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিতব্য সেমিনার সফলে সিলেট জেলা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টায় ভাতালিয়াস্থ মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকির কার্যালয় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, সকল দুঃশাসনের বিরুদ্ধে তারুণ্যের জাগরণ সৃষ্টি করাই এই সেমিনার ও সমাবেশের মূল লক্ষ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুবদল দেশব্যাপী গণজাগরণ গড়ে তুলছে। আগামী ২৭ ও ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য সেমিনার ও যৌথ সমাবেশে সিলেট জেলা যুবদল সর্বশক্তি দিয়ে অংশগ্রহণ করবে।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদের পরিচালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব, সাহেদ আহমদ চমন, ময়নুল ইসলাম মঞ্জুর, কবির উদ্দিন, মো. সাজ উদ্দিন সাজু, এডভোকেট শাহজাহান সিদ্দীকী, আবুল হাসনাত, আবু হানিফ, রিয়াজ আহমদ, ছদরুল ইসলাম, সাজ্জাদ হোসেন দুদু, লায়েক আহমদ, ডি এইচ খান মিশু, আলাল আহমদ, জুবায়ের আহমদ, শাহিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদুল করিম নোহেল, মো. মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মো. কামরান হোসেন হেলাল, এনামুল হক চৌধুরী শামীম, আজমল হোসেন তুহিন, মতিউর রহমান আফজল, মফিজুছ সামাদ চৌধুরী মাহফুজ, মো. সেলিম আহমদ সেলু, মো. লুৎফুর রহমান, আলফুজ্জামান বকুল, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন রাজু, মো. জুনেদ আহমদ, মো. আব্দুল খালিক, লুৎফুর রহমান ফুরুক, বাহার আহমদ রুহেল, মো. জহুরুল ইসলাম রাসেল, ইকবাল হোসেন গেদু, সায়েদ আহমদ দিপক, মো. জামাল আহমদ, নাইয়ান আহমদ রিপন, আব্দুল্লাহ আল মামুন, আর এ বাবলু, মো. ইসলাম উদ্দিন, এডভোকেট মোবারক হোসেন, সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, কোষাধ্যক্ষ লিটন আহমদ, প্রচার সম্পাদক হারুনুর রশিদ হারুন, দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদ, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান মিছবাহ, যোগাযোগ বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সামাদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবর উদ্দিন বাবলা, ধর্ম বিষয়ক সম্পাদক সাজিব আহমদ, শিল্প বিষয়ক সম্পাদক মো. সুহেল আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক সারওয়ার হোসেন বাদল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ওয়েছ আহমদ বীর প্রমুখ। বিজ্ঞপ্তি