গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা জাকারিয়া গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৫, ৮:৩৩:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মামলায় পৌর ছাত্রলীগ নেতা জাকারিয়া আহমেদ লাকিকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জাকারিয়া উপজেলার রণকেলী ইয়াগুল গ্রামের রিয়াজ আহমদের ছেলে।
জানা গেছে, জাকারিয়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের গোলাপগঞ্জ মডেল থানায় দায়েরকৃত মামলার ৫নং আসামি। আন্দোলন সময়ের বিভিন্ন ভিডিও ফুটেজ ও পুলিশের তদন্তে ঘটনার সাথে সরাসরি জড়িত থাকায় তাকে গ্রেফতার করে পুলিশ।
এর সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি মনিরুজ্জামান মোল্ল্যা। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।