পীরেরবাজারে বিপুল ভারতীয় জিরা আটক
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৫, ৮:৪৯:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট শহরতলী থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) সকালের দিকে শাহপরান থানাধীন পীরেরবাজার এলাকায় দুর্ঘটনা কবলিত একটি ডিআই পিকআপ থেকে এসব ভারতীয় জিরা উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টার দিকে শাহপরান থানাধীন পীরের বাজার সিএনজি পাম্প সংলগ্ন বলাকা আবাসিক এলাকায় একটি কালো রংয়ের রেজিস্ট্রেশনবিহীন, ডিআই পিকআপ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। যা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ চোরাচালান পণ্য বহন করে দ্রুত গতিতে শহরের দিকে যাওয়ার সময় ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২৪-১০৯৭) সাথে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে রাস্তায় পড়ে যায়। সংঘর্ষের পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পিকআপটি তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো ৩৭টি বস্তায় ১ হাজার ১শ’ ১০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৫৫ হাজার টাকা।