মদিনা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করলেন সিলেটের ৩ কৃতি সন্তান
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৫, ৮:৩১:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সৌদি আরবের মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন সিলেটের ৩ কৃতি সন্তান। কৃতিত্বের সহিত গ্রাজুয়েশন শেষ করায় তাদের সংবর্ধনা দেয়া হয়েছে। গত সোমবার ১২ মে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মদীনা বিশ্ববিদ্যালয়ের ৬১তম সমাবর্তন অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের দা’ওয়াহ ওয়া উসূলুদ দ্বীন ডিপার্টমেন্ট থেকে মুমতাজ তথা ফার্স্টক্লাস লাভ করেছেন সিলেটের ইমদাদ উল্লাহ আনসারী ও মুনাজ্জির আহমাদ এবং হাদীস ডিপার্টমেন্ট থেকে হাফিজ মাহফুজ আহমদ। জমকালো সমাবর্তনে তারা সংবর্ধিত হন।
সিলেটের ৩ কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে ইমদাদ উল্লাহ আনসারী ও মুনাজ্জির আহমাদ সিলেটের মেজরটিলায় অবস্থিত মুয়াজ বিন জাবাল (রা:) কোরআনিক ইন্সটিটিউট থেকে হিফজ সম্পন্ন করে ঐতিহ্যবাহী শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা থেকে কৃতিত্বের সাথে দাখিল ও আলিম পাশ করেন। এছাড়া হাফিজ মাহফুজ আহমাদ সিলেট আলীয়া মাদ্রাসা থেকে আলিম ও ঢাকাস্থ জামিয়া শারইয়্যাহ মালিবাগ থেকে তাকমিল ফিল হাদিস পাশ করেছিলেন।
ইমদাদ উল্লাহ আনসারীর পিতা মরহুম মাওলানা জামিল আহমেদ আনসারি রাহিমাহুল্লাহ, যিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সমাপ্ত করে ঢাকাস্থ সৌদি দূতাবাসে দায়ী হিসেবে কর্মরত ছিলেন। মুনাজ্জির আহমাদের পিতা উপাধ্যক্ষ আব্দুশ শাকুর মিরাবাজার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ছিলেন। মাহফুজ আহমাদের পিতা মাওলানা মাওসুফ আহমেদ সাবেক ইমাম ও খতিব। বর্তমানে একটি মাদরাসায় শিক্ষকতায় নিয়োজিত আছেন।
আলিম পাশ করে তারা সবাই মদীনা বিশ্ববিদ্যালয়ের ফুলফান্ড স্কলারশিপ লাভ করে মদীনায় পাড়ি দেন এবং মদীনার শিক্ষাজীবনেও কৃতিত্বের স্বাক্ষর রাখেন।উল্লেখ্য মদীনা বিশ্ববিদ্যালয় থেকে এ বছর বিশ্বের ১১৪টি দেশের সর্বমোট ৩১২৮ জন শিক্ষার্থী গ্রাজুয়েশন সম্পন্ন করে সমাবর্তনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদিনার গভর্নর সালমান বিন সুলতান বিন আব্দুল আজিজ আলে সৌদ। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ড. সালিহ আল উকলাসহ বিশ্ববরেণ্য আলেমগণ উপস্থিত ছিলেন।