বড়লেখায় যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৫, ৬:০২:৩১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় প্রেমের বিয়ের দেড় বছরের মাথায় শ্বশুড় বাড়ি এলাকার ভাড়া বাসায় আহসান হাবীব রেদওয়ান (২২) নামক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। শুক্রবার রাতে শয়নকক্ষ থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তিনি উপজেলার বর্নি ইউনিয়নের মনারাই গ্রামের লোকমান হেসেনের ছেলে। শনিবার সকালে ময়না তদন্তের জন্য পুলিশ নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী রুবি বেগম থানায় অপমৃত্যু মামলা করেছেন।
জানা গেছে, নিহত রেদওয়ান দেড়বছর আগে প্রেম করে উপজেলার দক্ষিণভাগ গ্রামের আনোয়ার আহমদের মেয়ে রুবি বেগমকে বিয়ে করেন। তারা চাচা শ্বশুড়ের ভাড়া বাসায় বসবাস করছিল। শুক্রবার রাত ৯ টার দিকে স্ত্রী রুবি বেগম ঘুমাতে গিয়ে দেখতে পান শয়ন কক্ষের বর্গার সাথে স্বামীর ঝুলন্ত লাশ। স্ত্রীর দাবি আহসান হাবীব রেদওয়ান বসতঘরের কাঠের বর্গার সাথে রশিতে ফাঁস লেগে আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ নিশ্চিত করতে না পারায় যুবকের মৃত্যু নিয়ে এলাকায় নানা রহস্য দেখা দিয়েছে।
অপমৃত্যু মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রউফ জানান, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।