সুনামগঞ্জে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৫, ৬:১১:৫৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দ। গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রায় দুই ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষকরা।এ সময় শিক্ষকরা ডিসি অফিসের সামনে কিছুক্ষণ অবস্থান করেন। খবর পেয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া কর্মসূচিতে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। অবস্থান কার্যক্রম শেষে তারা প্রধান উপদেষ্টা বরাবরে লেখা একটি স্মারকলিপি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে পেশ করেন।
দাবি গুলো হলো, মসজিদভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রম এর ৮ম প্রকল্প শুরু করা, পবিত্র ঈদুল আজহা’র আগে বকেয়া ৫ মাসের বেতন দেয়া ও বেতন বৃদ্ধি করা।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বিগত ৭ পর্যায়ে সন্তুষ্টজনক কাজ করে সকলের কাছে প্রশংসিত হয়েছি। এই গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিভিন্ন মসজিদের ইমামবৃন্দ, বেকার যুবক ও নারী শিক্ষিকাবৃন্দ অত্যন্ত আন্তরিকতা দিয়ে নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করেছেন। জেলা প্রশাসক মহোদয় সরকারি দায়িত্ব পালনে আমাদের কাজে লাগিয়েছেন। আমরা নিষ্ঠার সাথে নির্দেশনা মেনে কাজ করেছি।
এর মাধ্যমে প্রাক-প্রাথমিক শিক্ষার প্রসার হয়েছে, সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে, কোরআন শিক্ষা দেয়া হয়েছে, বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি আমরা সামজিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। ধর্ম মন্ত্রণালয়ে এখনও ফ্যাসিস্টদের দোসর ও দুর্নীতিবাজ কর্মকর্তারা আছেন। তারাই এখন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অনুমোদনের ক্ষেত্রে গড়িমসি করছেন। এখন কেন এই প্রকল্প আউটসোর্সিং এর আওতায় নেয়ার পাঁয়তারা চলছে? আমরা তা হতে দিবো না’।
বক্তাদের দাবি , ৫ মাসের বকেয়া বেতন অনতিবিলম্বে দিতে হবে। এছাড়াও বেতন বৃদ্ধি করাসহ প্রকল্পটি চালু রাখতে হবে। তারা আরও জানান, সুনামগঞ্জে ৯শ ৭৫ জন শিক্ষক এই দায়িত্ব পালন করছেন। তাদের দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন।
মসজিদভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড অফিসার মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং জয়নাল আবেদীনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমেদ খান, ইসলামি আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শহিদুল ইসলাম পলাশি, মাওলানা নুর হোসেন, মাওলানা নাজমুল হক, মাওলানা মজিবুর রহমান, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা জিয়া উদ্দিন,মাওলানা সুহেল আহমেদ, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা শাহনুর, সৈয়দ জিয়াউর রহমান, আবু সুফিয়ান, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।