জামালগঞ্জ প্রেসক্লাবের শততম অধিবেশনে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৫, ৬:২৭:১০ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাবের শততম অধিবেশনে আলোচনা সভা ও মধ্যান্যভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭মে) সকালে ২০০৭ সালে প্রতিষ্ঠিত মূলধারার গণমাধ্যমকর্মীদের নিয়ে গঠিত জামালগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ। ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জামালগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য মোঃ ওয়ালী উল্লাহ সরকার ও মোঃ হাবিবুর রহমান, জামালগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ মহসিন কবির, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী প্রমুখ।
সভায় প্রেসক্লাবের সার্বিক উন্নয়নমূলক বিষয়ে আলোচনা করা হয়। জামালগঞ্জ বাসীর সুখ-দুঃখের সাথী হয়ে ও বঞ্চিত মানুষের পক্ষ কথা বলার উন্নয়ন, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।