দোয়ারাবাজারে বজ্রপাতে ২ জনের মৃত্যু, নিখোঁজ ১
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৫, ৮:৫৩:৫১ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে দু’জন বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন একজন। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মৃত: আমির আলীর পুত্র জুয়েল আহমদ (১৯), তেলিখাল ইউনিয়নের চাটিবহর টিলাপাড়া এলাকার মৃত: মজম্মিল আলীর পুত্র আফিজ আলী (৪৫)। নিখোঁজ বালু শ্রমিক হলেন, কাঁঠাল বাড়ি এলাকার মৃত: মাশুক মিয়ার পুত্র রুবেল মিয়া (২২)।
শনিবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদূর্শী সূত্রে জানা যায়. শুক্রবার দিবাগত রাতে চেলা নদীতে বালু উত্তোলনের নৌকার ভাড়া টানা আসেন তারা। রাত আড়াইটার দিকে বৃষ্টি আসলে বজ্রপাতের কবলে পড়েন নৌকায় থাকা শ্রমিকরা। পরে অন্য সহযোগীরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে দু’জনকে উদ্ধার করে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এতে নিখোঁজ আরেক বালু শ্রমিকের খোঁজ মিলেনি।
ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দিনব্যাপী উদ্ধার কাজ পরিচালনা করেও নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে পারেনি। ওইদিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোয়ারাবাজার থানা পুলিশ।