স্কুল মাঠে উড়ছে পতাকা নেই শিক্ষক-শিক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৫, ৯:০০:২৯ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি : সরকারি নির্দেশনা অনুযায়ী ১৭ মে শনিবার দেশের সব প্রাথমিক বিদ্যালয় খোলা থাকার কথা থাকলেও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার পুরান বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্র ছিল ভিন্ন। বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উড়লেও, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের দেখা মেলেনি। নির্ধারিত সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঠদান চলার কথা থাকলেও দুপুর ২টার আগেই বিদ্যালয়ে তালা ঝুলতে দেখা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও অফিস কক্ষ তালাবদ্ধ, তবে বাইরে জাতীয় পতাকা টানানো রয়েছে। বিষয়টি ঘিরে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেন, বিদ্যালয়ে শিক্ষক উপস্থিত না থাকায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, যা শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর।
স্থানীয় ও শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের আগের দুই শনিবার বিদ্যালয় খোলা রেখে পাঠদান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু তা যথাযথভাবে অনুসরণ না করায় শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে শিক্ষা কার্যক্রম থেকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমরা স্কুলে উপস্থিত ছিলাম, কিন্তু শিক্ষার্থী উপস্থিতি কম থাকায় ছুটি দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দীন মুহাম্মদ বলেন, আজ সারাদেশেই স্কুল খোলা রয়েছে এবং সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঠদান চলার কথা। পুরান বাঁশতলা বিদ্যালয়ের বিরুদ্ধে আগেও অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।