জৈন্তাপুরে ‘দি মেঘালয় টি এস্টেট’র নামে ভুমির ইজারা বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৫, ৯:১৬:৩৬ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নে ‘দি মেঘালয় টি এস্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লিঃ’ নামীয় চা-বাগানের ভুমির ইজারা বাতিলের দাবিতে চারিকাটা ইউনিয়নের পাঁচ মৌজার বসতভিটা রক্ষা ও প্রতি’টি পরিবারের নামে স্থায়ী ভাবে ভূমি বন্দোবস্তের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে শনিবার সকাল ১১টার দিকে পাঁচ মৌজাবাসী আয়োজিত চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল শাহী ঈদগাঁ হতে বিক্ষোভ মিছিল বের হয়ে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এসে শেষ হয়। একই দাবিতে গত ৫ মে মানববন্ধন ও ৮ই মে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন এলাকাবাসি।
সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় মুরুব্বি শামসুল হক। বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা শাখার সাবেক আমির নাজমুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বিলাল, চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, ইউপি সদস্য মনির উদ্দিন, কামাল উদ্দিন, জহিরুল ইসলাম, মাওলানা আবদুল খালিক, তাজুল ইসলাম, মখলিসুর রহমান, কবির আহমেদ, আমির আলি মেম্বার। সমাবেশে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল মালিক।
বক্তারা বলেন, পাঁচ মৌজার মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে জারীকৃত অবৈধ ইজারা অনতিবিলম্বে বাতিল করতে হবে। পাঁচমৌজাবাসীর একটাই দাবী সরকারের পক্ষ থেকে যেন দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহন করা হয়।
ভূমি মন্ত্রনালয়ের একটি প্রতিনিধি দল যেন চারিকাটা এলাকায় পরিদর্শন করতে আসেন। এলাকায় বসবাসরত পরিবার গুলোর বিষয়ে তাদের ধারণাগুলো যেন স্পষ্ট হয়। চারিকাটা ইউনিয়নের হতদরিদ্র ভূমিহীন বাসিন্দাগণ অত্র ইউনিয়নের ভিত্রিখেল পূর্ব, ভিত্রিখেল পশ্চিম, ভিত্রিখেল উত্তর, নয়াখেল উত্তর, নয়াখেল দক্ষিন এই পাঁচ’টি মৌজায় বসতবাড়ী নির্মাণ করে বংশানুক্রমে বসবাস করে আসছেন। পাঁচ’টি মৌজায় অন্তত ২ হাজার ৩শত পরিবারের অন্তত ১৫ হাজার লোক বসবাস করেন।
বিগত ২০০৮ সাল থেকে এলাকাবাসি “দি মেঘালয় টি এস্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি” কোম্পানীর নামে ভূমি বন্দোবস্তের প্রক্রিয়া বাতিল করার দাবি জানিয়ে আসছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে একজন মন্ত্রীর আত্মীয় রাজনৈতিক প্রভাব কাটিয়ে “দি মেঘালয় টি এস্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি” চা-বাগানের নামে ভূমির লীজ নিয়েছিলেন।
“দি মেঘালয় টি এস্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি” নামীয় চা-বাগানের ভূমির ইজারা বাতিল করে সরজমিনে তদন্ত পূর্বক এখানে বসবাসরত ভূমিহীন পরিবারের মধ্যে স্থায়ীভাবে বন্দোবস্ত প্রদান করার দাবী জানানো হয়। চলমান এই আন্দোলন প্রয়োজনে চারিকাটা এলাকায় সীমাবদ্ধ না রেখে পুরো উপজেলার মানুষকে সাথে নিয়ে আন্দোলনে নামার ঘোষণা দেওয়া হয়েছে।